বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

জাপানে শক্তিশালী ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে শক্তিশালী ভূমিকম্প 

৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের উত্তর-পূর্বাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আওমোরি প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। বার্তা সংস্থা আনাদোলু ।

জাপানের আবহাওয়া বিভাগ জানায়,  সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া যায়। যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।

এতে আরও বলা হয়, ভূমিকম্পটি আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরতায় উদ্ভূত হয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

টিএইচ